Pele

এবার অভিধানে ‘পেলে’

খেলা আন্তর্জাতিক

ব্রাজিলিয়ান অভিধানে জায়গা করে নিলেন পেলে। অভিধানে নতুন বিশেষন হিসাবে যুক্ত হয়েছে ‘পেলে’। যার অর্থ অসাধারণ, অতুলনীয় বা অনন্য।
বুধবার মাইকেলিস অভিধানের পক্ষ থেকে এই ঘোষনা করা হয়েছে। পেলে শব্দটি যাতে অভিধানে যোগ করা হয় তার জন্য এক লক্ষ পচিশ হাজার মানুষের সাক্ষর গ্রহন করা হয়। প্রয়াত ফুটবল সম্রাটকে সম্মান জানানোর জন্য এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।


কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছর ডিসেম্বর মাসে ৮২ বছর বয়সে প্রয়াত হন বিশ্ব ফুটবলের এই তারকা। 
অভিধানের এন্ট্রিতে লেখা আছে: ‘‘যে অসাধারণ বা যে তার গুণ, মান বা শ্রেষ্ঠত্বের কারণে কোন কিছু বা কারুর সাথে মিলিত হতে পারে না, ঠিক পেলের মতো। যাকে সর্বকালের সেরা ক্রীড়াবিদ হিসাবে বিবেচনা করা হয়। ব্যতিক্রমী, অতুলনীয়, অনন্য।


উদাহরণ: তিনি বাস্কেটবলের পেলে, তিনি টেনিসের পেলে, তিনি ব্রাজিলের থিয়েটারের পেলে, তিনি ওষুধের পেলে।’’
পেলে ফাউন্ডেশন, সান্তোস এফসি যেখানে পেলে তাঁর খেলোয়ার জীবনের বেশিরভাগটা খেলেছেন অভিধানের প্রকাশকদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment