Rajbhawan

রাজভবনের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীকে চায় রাজভবন

রাজ্য

কলকাতা পুলিশ নয়। রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যপালের সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে এই বিষয় তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাথে যোগাযোগ করেছে। সূত্রের খবর লালবাজারের কাছে আবেদন করা হয়েছে রাজভবন থেকে নিরাপত্তা তুলে নেওয়ার জন্য। 
সূত্রের খবর রাজ্যপাল নিজে চাইছেন রাজভবনের ভিতর থেকে কলকাতা পুলিশের নিরাপত্তা তিনি সড়িয়ে দিতে চাইছেন। তবে কি কারণে রাজভবন এবং রাজ্যপালের এই ইচ্ছা তা নিয়ে কোন কথা এখনও পর্যন্ত জানা যায়নি। 


উল্লেখ্য রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হলেও রাজভবনের নিরাপত্তার দায়িত্ব সামলেছে কলকাতা পুলিশ। সিভি আনন্দবোসের আগে জগদ্বীপ ধনখড় যখন রাজ্যপাল ছিলেন তখনও নিরাপত্তা সামলেছে কলকাতা পুলিশ। কিন্তু সিভি আনন্দ বোসের এই সিদ্ধান্ত কেন তা এখনও জানা যায়নি। 
এর আগে বহুবার রাজ্য এবং রাজ্যপালের সংঘাত সামনে এসেছে। উপাচার্য নিয়োগ থেকে শুরু করে জয়ী বিধায়কের শপথ তৃণমূল সরকার এবং আনন্দ বোসের সংঘাত দেখেছে রাজ্যবাসী। এবার রাজভবনের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

Comments :0

Login to leave a comment