রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা। নবান্নের পক্ষ থেকে রাজ্যপালের কাছে রাজীবের নাম নির্বাচন কমিশনার হিসাবে পাঠানো হয়েছিল। প্রথম দিকে রাজ্যপাল সেই সুপারিশে অনুমোদন না দিলেও পরে তা অনুমোদন করেছেন বলে রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত ২৮ মে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে সৌরভের মেয়াদ শেষ হয়। নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে রাজ্য এবং রাজভবনের মধ্যে সংঘাত তৈরি হয়। তবে সলঘাতের আবহ তৈরি হলেও রাজীবের নামেই অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
পঞ্চায়েত নির্বাচনের দিন এখনও ঘোষণা হয়নি। এর মধ্যে বদল হলো নির্বাচন কমিশনার। রাজীবের তত্ত্বাবধানেই যে পঞ্চায়েত নির্বাচন পরিচালিত হবে তা স্পষ্ট তবে কবে নির্বাচন হবে তার কোন উত্তর নেই।
Comments :0