Md Salim

ভবিষ্যতে শুভেন্দু অধিকারি তৃণমূলকে আগলে রেখে অভিষেককে বাঁচাবে : সেলিম

কলকাতা

চেতলার রক্তদান শিবির থেকে বিজেপি এবং তৃণমূলকে একযোগে নিশানা করলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রবিবার ভবানীপুর এরিয়া কমিটির চেতলা ৪ নম্বর শাখার পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গ্রীষ্মকালে রক্তের চাহিদা মেটাতে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে বামপন্থী সংগঠনগুলির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

এদিন চেতলায় সেলিম বলেন, ‘‘তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির যে এই চিল চিৎকার তা আসলে ওদের গোপন বোঝাপড়ার একটা অংশ।’’ তিনি বলেন, ‘‘ভবিষ্যতে দেখা যেতে পারে যে প্রয়োজনে শুভেন্দু অধিকারি তৃণমূলকে আগলে রেখে অভিষেককে বাঁচাচ্ছে।’’

মহম্মদ সেলিম ছাড়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা ডা: ফুয়াদ হালিম এবং সুদীপ সেনগুপ্ত।  

Comments :0

Login to leave a comment