Salim

চাকরি প্রার্থীদের থেকে ফোঁটা নিলেন সেলিম

কলকাতা

চাকরি প্রার্থীদের থেকে ফোঁটা নিচ্ছেন মহম্মদ সেলিম। ছবি : দিলীপ সেন

রাস্তায় বসে থাকা চাকরি প্রার্থীদের থেকে ভাইফোঁটা নিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। নিয়োগের দাবিতে প্রায় হাজার দিনের কাছাকাছি রাস্তায় বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা। 

প্রতিটা উৎসবেই বঞ্চিত চাকরি প্রার্থীদের সাথে দেখা করেন মহম্মদ সেলিম সহ সিপিআই(এম) নেতৃত্ব। এদিন সেলিম বলেন, ‘‘অনেক অপেক্ষা হয়েছে, আর নয়। এবার নিয়োগ দিতে হবে।’’

২০১৯ সাল থেকে নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএসসি চাকরি প্রার্থীরা। কলকাতা প্রেস ক্লাবের সামনে মুখ্যমন্ত্রী চাকরি প্রার্থীদের আশ্বাস দিয়েছিলেন যে তাদের নিয়োগ হবে। কিন্তু হয়নি। আজও তারা প্রতিটা উৎসবে রাস্তায় বসে চোখের জল ফেলছে। 

মঙ্গলবার ধর্ণা মঞ্চে মহম্মদ সেলিমের সাথে উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা ইন্দ্রজিৎ ঘোষ।  

Comments :0

Login to leave a comment