প্রতিটা উৎসবেই বঞ্চিত চাকরি প্রার্থীদের সাথে দেখা করেন মহম্মদ সেলিম সহ সিপিআই(এম) নেতৃত্ব। এদিন সেলিম বলেন, ‘‘অনেক অপেক্ষা হয়েছে, আর নয়। এবার নিয়োগ দিতে হবে।’’
২০১৯ সাল থেকে নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএসসি চাকরি প্রার্থীরা। কলকাতা প্রেস ক্লাবের সামনে মুখ্যমন্ত্রী চাকরি প্রার্থীদের আশ্বাস দিয়েছিলেন যে তাদের নিয়োগ হবে। কিন্তু হয়নি। আজও তারা প্রতিটা উৎসবে রাস্তায় বসে চোখের জল ফেলছে।
মঙ্গলবার ধর্ণা মঞ্চে মহম্মদ সেলিমের সাথে উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা ইন্দ্রজিৎ ঘোষ।
মন্তব্যসমূহ :0