গত ১০০বছরের বেশি সময়ের পর সোমবার সর্বাধিক তাপমাত্রার সাক্ষী থাকলো সাংঘাই। সাংঘাইয়ের স্থানীয় সংবাদ অনুযায়ী সোমবার ওই শহরের তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস যা ১০০ বছরের বেশি সময়ের মধ্যে সর্বাধিক। ১৮৭৬, ১৯০৩, ১৯১৫ এবং ২০১৮ সালে চীনের এই শহরের সর্বাধিক তাপমাত্র ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। ২০২২ সালে সাংঘাইতে টানা ৫০ দিন তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির ওপরে।
সোমবার সকালে সাংঘাইয়ের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তিনদিনের আপপ্রবাহের আগাম সর্তকতা জারি করা হয়েছিল। আবহাওয়াবিদদের মতে বিশ্ব উষ্মায়নের কারণে এশিয়ার বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়ছে। চলতি বছর ভিয়েতনাম, থাইল্যান্ড, লাওসের মতো দেশ গুলিতে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে অন্য বারের থেকে।
শুধু সাংঘাই নয়, চীনের উপকুলে জলের তাপমাত্রা বেড়েছে। আবহাওয়াবিদ এবং বিঞ্জানীদের মতে গত চার দশকে বিভিন্ন ভাবে পরিবেশের যেই অবক্ষয় হয়েছে তার ফলে স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়েছে। যার জন্য তাপমাত্রা বাড়তে থাকছে। এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষার্থে কোন পদক্ষেপ যদি বিভিন্ন দেশ গুলির পক্ষ থেকে না নেওয়া হয় তবে ভবিষ্যতে পরিস্থিতি ক্রমশ কঠিন হবে।
Comments :0