প্রয়াত ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেএমএম প্রধান শিবু সোরেন। এদিন সকালে দিল্লির একটি হাসপাতালে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
দিল্লির স্যর গঙ্গা রাম হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে এদিন সকাল ৮টা ৫৬ মিনিটে শিবু সোরেন প্রয়াত হন। দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। এ ছাড়া মাস দেড়েক আগে তাঁর স্ট্রোক হয়েছিল। গত এক মাস ধরে শিবুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
২০০৫ সালে প্রথম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হন শিবু সোরেন। তারপর ফের ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত এবং ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ঝাড়খণ্ডের রাজনীতিতে ‘গুরুজি’ নামে পরিচিত ছিলেন তিনি। তাঁর আন্দোলনের জেরেই ২০০০ সালে বিহার ভেঙে আলাদা রাজ্যের স্বীকৃতি পায় ঝাড়খণ্ড। কেন্দ্রের কয়লামন্ত্রীর পদে দায়িত্ব সামলেছেন তিনি। বর্তমানে ছিলেন রাজ্যসভার সাংসদ।
তাঁর প্রয়ানে সিপিআই(এম) এর পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, শিবু সোরনের প্রয়ানে গভীর শোক প্রকাশ করছে দল। আদিবাসী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। তাঁর ছেলে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং পরিবারের অন্য সদস্যদের সমবেদনা জানাচ্ছে সিপিআই(এম)।
Shibu Soren
প্রয়াত শিবু সোরেন

×
Comments :0