অস্পৃশ্যতাকে সমাজ থেকে উৎখাত করাএবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার দাবিতে তামিলনাডুর ভিঝুপুরমে আদিবাসী জনসুরক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলন থেকে আদিবাসী এবং তপশিলী জাতি ও উপজাতির মানুষের প্রতি হওয়া বঞ্চনা রোধের ডাক দেন সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সভায় আদিবাসী এবং তপশিলী জাতির মানুষের অধিকারের প্রশ্নে সরব হন ইয়েচুরি।
সভায় সীতারাম ইয়েচুরি ছাড়াও তামিলনাডুর উচ্চ-শিক্ষামন্ত্রী তথা ডিএমকে নেতা কে পনমুডিও উপস্থিত ছিলেন। এই সম্মেলন থেকে তামিলনাডুতে সামাজিক সমতা প্রতিষ্ঠার ডাক দেওয়া হয়। বিভিন্ন সামাজিক সংগঠনও এই সম্মেলনে অংশ নেয়।
প্রসঙ্গত তামিলনাডুর কিছু অংশে এখনও প্রবল ভাবে অস্পৃশ্যতার প্রাদুর্ভাব রয়েছে। জাতিগত পরিচিতর জন্য দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষকে উচ্চবর্ণের অত্যাচারের মুখোমুখি হতে হয়। তার বিরুদ্ধে বামপন্থীরা এবং অন্যান্য প্রগতিশীল শক্তিগুলি ধারাবাহিক আন্দোলন গড়ে তুলেছে। কিন্তু ২০১৪ সালের পর থেকে নতুন উদ্যমে বর্ণবাদী শক্তিগুলি সমাজে বিভাজন ছড়ানোর জন্য সক্রিয় হয়ে উঠেছে। তার মোকাবিলায় গড়ে উঠেছে মানুষের জোট।
Comments :0