ডিসেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিঙ পাহাড়ে শীত পড়েছে। আর শীত জাঁকিয়ে পড়তেই মরশুমের প্রথম তুষারপাত ঘটলো দার্জিলিঙে। বরফে মুখ ঢাকলো সান্দাকফুর। বৃহস্পতিবার দার্জিলিঙের সান্দাকফুতে তুষারপাত হয়। সাদা তুষারের চাদরে ঢেকে গিয়েছে গোটা এলাকা। একলাফে তাপমাত্রা নেমে আসে প্রায় হিমাঙ্কের নীচে। তাপমাত্রার পারদ নামতেই শুরু হয় তুষারপাত। এই সময়ে দার্জিলিঙ পাহাড়ে বেড়াতে আসা পর্যটকরা তুষারপাতের আনন্দ উপভোগ করতে পেরে ভীষণভাবে খুশি। এদিন দার্জিলিঙ পাহাড়ের তাপমাত্রা ৫ থেকে ১৩ ডিগ্রির আশপাশে ছিলো। যদিও সান্দাকফু, টাইগার হিল সহ পাহাড়ের উঁচু এলাকাগুলোর তাপমাত্রা আরো কম ছিলো। তুষারপাতের আনন্দ প্রাণ খুলে উপভোগ করেছেন পর্যটকরা।
তবে পাহাড়ে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাহাড়ে শীতের প্রভাব পড়েছে সমতলের শিলিগুড়ি শহরে। এদিন সকাল থেকেই সমতলের শিলিগুড়ি শহরেও ঠান্ডার আমেজ ছিলো। সুর্যের দেখা মেলেনি। সন্ধ্যের দিকে হালকা বৃষ্টি হয়েছে শহরে। চলতি বছরে নভেম্বর মাসে সমতলের শিলিগুড়ি সহ দার্জিলিঙ পাহাড়ে পর্যটকদের ঢল নেমেছিলো। রোদ ঝলমলে আবহাওয়াতে পাহাড়ে বেড়াতে এসে ঘুমন্ত বুদ্ধের দর্শন পেয়ে বেজায় খুশি হয়েছিলেন পর্যটকরা। এই সময়েও পাহাড়ে ভালো সংখ্যায় পর্যটক রয়েছেন পাহাড়ে। এদিন শৈলশহরে বেড়াতে এসে তুষারপাতের সাক্ষী থেকেছেন তারা। খুশি দ্বিগুন হয়ে গেছে।
Comments :0