Panchayet CBI

পঞ্চায়েত ভোটে সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ রাজ্যের

রাজ্য

পঞ্চায়েত ভোটে বিচারপতি অমৃতা সিনহার সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিসন বেঞ্চের দারস্থ হলো রাজ্য সরকার। এই মামলায় রাজ্য সরকারের দোসর রাজ্য নির্বাচন কমিশন। 


রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্ধ্যোপাধ্যায় বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিসন বেঞ্চে দ্রুত রায়ের আবেদন জানিয়ে মামলা দায়ের করেছেন। আগামীকাল অর্থাৎ শুক্রবার এই মামলার শুনানি হবে বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে।


উলুবেড়িয়া-১নং ব্লকের বিডিও’র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বিডিওর বিরুদ্ধে ২ জন সিপিআই(এম) প্রার্থীর মনোনয়ন পত্র বিকৃত করার অভিযোগ উঠেছে। সেই মামলায় বিডিও’র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। আগামী ৭ জুলাই সিবিআইকে তদন্তের রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। সিপিআই(এম) প্রার্থী কাশ্মীরা বিবি, ওমজা বিবির মনোনয়ন পত্র বিকৃত করার অভিযোগ ওঠেছে বিডিও-র বিরুদ্ধে। নথি বিকৃত করার কারণেই স্কুটিনি পর্বে এই দুই প্রার্থীরা নাম বাদ গিয়েছে বলে দাবি করা হয়েছে সিপিআই(এম)’র পক্ষ থেকে। 


এই বিষয় সোমবার প্রশ্ন করা হলে বিমান বসু বলেন, ‘‘সঠিক সিদ্ধান্ত। বেমালুম বিকৃত হয়েছে। সব সরকারি আধিকারিকরা এর সাথে যুক্ত রয়েছে তা বলা উচিত হবে না। কিন্তু আধিকারিকদের একাংশ এই বিকৃতির সাথে যুক্ত।’’

Comments :0

Login to leave a comment