বৃহস্পতিবার বিকালে দুর্গাপুর ফুলঝোড় এলাকায় বেসরকারি বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেল থেকে এক ছাত্রর পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম সৌরভ কুমার (২০)। বাড়ি বিহারের ভাগলপুরে। কম্পিউটার সায়েন্সঅ্যান্ড ডিজাইনের তৃতীয় বর্ষের ছাত্র সৌরভ নিখোঁজ ছিল বুধবার থেকে। হস্টেল ভবনের চারতলার একটি ঘর থেকে তার দেহ উদ্ধার হয়েছে। চারতলায় কেউ থাকেনা। সব ঘরই বন্ধ থাকে। কর্মরত এক সাফাইকর্মী সৌরভকে ঝুলন্ত অবস্থায় দেখেন। সৌরভের রুম ছিল হস্টেলের তিন তলায়।
হস্টেলের বন্ধুরা বুধবার থেকে তার খোঁজ চালায়। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, এদিন সকালে তার বাবা আসেন ভাগলপুর থেকে। নিউ টাউনশিপ থানায় তিনি নিখোঁজ ডায়রিও করেন। খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক দল এসেছিল কলেজে। পুলিশমৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে। পুলিশ তদন্তে নেমেছে।
Comments :0