বিহারে ক্ষমতায় এলে মহিলাদের প্রতি বছর ৩০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করলেন মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে নির্বাচনী ইস্তাহারে লাখ পতি দিদির ঘোষণা করেছে।
বৃহস্পতিবার বিহারের প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার আগে মঙ্গলবার শেষ প্রচারের আগে পাটনায় সাংবাদিক সম্মেলনে তেজস্বী দাবি করেন তাদের ‘মাই বেহেন মান যোজনা’ বিহারের মহিলাদের নজর কেড়েছে। বহু মানুষ তাকে জানিয়েছেন এই প্রকল্পের মহিলা অর্থনৈতিক ভাবে সক্ষম হবেন। মহাগঠবন্ধনের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে মহিলাদের মাসে ২৫০০ টাকা দেওয়ার পাশাপাশি বছর ৩০ হাজার টাকা দেওয়া হবে। 
এদিন তেজস্বী জানিয়েছেন মহাগঠবন্ধন ক্ষমতায় এলে ধানচাষিদের কুইন্টাল পিছু ধানের জন্য ৩০০ টাকা এবং গমচাষিদের কুইন্টাল পিছু গমের জন্য ৪০০ টাকা ন্যায্য সহায়ক মূল্য (এমএসপি) দেওয়া হবে।
বিহারের বেকারত্বের সমস্যা ক্রমশ বেড়ে চলেছে। বেকারত্ব দুর করার কথাও বলা হয়েছে মহাগঠবন্ধনের ইশতেহারে। ইশতেহারে বলা হয়েছে, সরকার গড়ার ২০ দিনের মধ্যে প্রতিটি পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে।
Bihar
মহিলাদের বছরে ৩০ হাজার আর্থীক সহায়তা ঘোষণা তেজস্বীর
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0