Dhupguri

ভোটের আগে ধুপগুড়িতে উদ্ধার নগদ ১৩ লক্ষ

রাজ্য জেলা

ভোটের মুখে নাকা চেকিং এ প্রায় ১৩ লক্ষ টাকা উদ্ধার হলো ধুপগুড়িতে। আর মাত্র কয়েকটা দিন বাকি ধুপগুড়ি উপনির্বাচন তার আগেই টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধুপগুড়িতে। বুধবার সন্ধ্যায় ধুপগুড়ি থানার পুলিশ এবং এসএসটি টিমের যৌথ উদ্যোগে গোপন সূত্রে খবরের ভিত্তিতে এই টাকা উদ্ধার হয়। জানা গিয়েছে, অসমের বরপেটা থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল সেই টাকা। যদিও সেই টাকার কোন সঠিক প্রমাণ দিতে পারেননি অভিযুক্তরা যার ফলেই টাকা বাজেয়াপ্ত করা হয়। উপযুক্ত প্রমাণ পত্র দিতে পারলে সেই টাকা ফেরত দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment