মুর্শিদাবাদের আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তৃণমূলের অঞ্চল সভাপতি। তৃণমুলের সারাংপুর অঞ্চল সভাপতি বসির মোল্লাকে ডোমকল মহকুমা হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিন সকালে ডোমকলে মনোনয়ন দিতে গেলে বাঁধার মুখে পড়তে হয় বামফ্রন্ট এবং কংগ্রেস প্রার্থীদের। তৃণমূলের গুন্ডা বাহিনী মনোনয়ন দিতে বাঁধা দেয়। সেই সময় আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায় বসিরকে। তবে ডোমকলে বাঁধা দিতে এলে পাল্টা প্রতিরোধের মুখে পড়তে হয় তৃণমূলকে। তৃণমূলের গুন্ডা বাহিনীকে লক্ষ করে তেড়ে যান বামফ্রন্ট এবল কংগ্রেস কর্মীরা। পাল্টা প্রতিরোধের মুখে পড়ে পালায় তৃণমূল।
নিজেকে বাঁচাতে ডোমকল মহকুমা হাসপাতালে আশ্রয় নেয় বসির মোল্লা। সেখান থেকে আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘মুর্শিদাবাদের মানুষ তৃণমূলের হুমকি বাঁধাকে উপেক্ষা করে যেহেতু নির্বাচনে অংশগ্রহন করছে তাই তাদের ওপর আক্রমণ নেমে আসছে। তার পরিনতি খড়গ্রামে একজন কংগ্রেস কর্মী খুন হয়েছে। খুনিরা বহাল তবিযাতে ঘুরছে।’’ ডোমকলের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘‘পাল্টা প্রতিরোধ না হলে তৃণমূলকে আটকানো যাবে না।’’
সিপিআই(এম) মূর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, ‘‘গোটা জেলা জুড়ে সর্বত্র মনোনয়ন যাতে বিরোধীরা করতে না পারে তার চেষ্টা করছে তৃণমূল এবং নির্বাচন কমিশন। দেরিতে ডিসিআর ফর্ম দিয়েছে কোথাও আবার কোথাও দেয়নি। অবস্থা হচ্ছে নিমন্ত্রন করেছে কিন্তু আয়োজন করেনি। দ্রুত নির্বাচন ঘোষণা করে তৃণমূল ভেবেছিল বিরোধীরা প্রার্থী দিতে পারবে না। কিন্তু তারা ভুল ভেবে। ভোট ঘোষণা করেছে কিন্তু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রশাসন এবং নির্বাচন কমিশনের ব্যার্থতা দেখা দিচ্ছে।’’
তিনি আরও বলেন, ‘‘পঞ্চায়েতের বিপুল টাকা লুঠের যেই সাধ তৃণমূল পেয়েছে তা তারা ছাড়তে পারছে না। লোভ সামলাতে পারছে না। তাই বাঁধা দিচ্ছে মনোনয়নে। সেই বাঁধাকে অতিক্রম করেছেন বামফ্রন্টের কর্মীরা, প্রতিরোধ করছে তারা। কোন কোন জায়গায় বামফ্রন্ট এবং কংগ্রেস একসাথে প্রতিরোধ করছে। আমরা একসাথে তৃণমূল বিজেপিকে প্রতিহত করতে চাই। ২০১৮ তে যা হয়েছে ২০২৩ সালে তা হতে দেবো না।’’
নওদায় ব্লকে তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে কাউকে মনোনয়ন দিতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন জামির মোল্লা। তিনি বলেন, ‘‘প্রার্থী ঠিক করা নিয়ে গতকাল নওদায় বিধায়ক এবং ব্লক সভাপতির গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়। বিধায়কের লোকরা যাতে মনোনয়ন দিতে না পারে তার জন্য ব্লক অফিস ঘিরে রেখে ব্লক সভাপতির লোকেরা। কাউকে তারা ভিতরে যেতে দিচ্ছে না।’’
শনিবার মুর্শিদাবাদ জেলা পরিষদের ৭৮ টি আসনের মধ্যে ৭৮ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে।
Comments :0