PANCHAYAT ELECTION

নদীয়ায় ছাপ্পা মারতে এসে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল তৃণমূলী দুষ্কৃতী

জেলা

নদীয়ার মহেশ নগর গ্রামে দেদার ছাপ্পা সকাল থেকেই। এদিন তৃণমূলের দুষ্কৃতীরা ছাপ্পা দিতে  এলে স্থানীয় বাসিন্দারা তাদেরকে ধরে ফেলে তাদের মধ্যে একজনকে  মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে। তিনটি মোটর বাইক ভাঙচুর হয়েছে দুষ্কৃতীদের। বাকি দুষ্কৃতীরা পালিয়ে গেছে।  

স্থানীয়দের মতে দুষ্কৃতীরা ৩০০ জন এসেছিল বাইকে করে ভোট ছাপ্পা মারতে। রিভলভার উঁচিয়ে  তৃণমূলী দুষ্কৃতীরা এসেছিল। বড়অন্দুলিয়াতে বুথে ২০০ ছাপ্পা ভোট দিয়ে মহেশ নগরের বুথ দখল করতে এসেছিল বলে জানাচ্ছে খোদ ধরা পরে যাওয়া দুষ্কৃতিরাই। 

Comments :0

Login to leave a comment