বারাকপুর ২ নম্বর ব্লকের বন্দীপুর পঞ্চায়েতে সিপিআই(এম) প্রার্থী সোমা দে যাতে তার মনোনয়ন প্রত্যাহার করেন তার জন্য সোমবার রাতে পরিবারের সদস্যদের ওপর আক্রমণ করে তৃণমূলের গুন্ডাবাহিনী। সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় প্রার্থীর বাড়ি। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, নমিনেশন তুলে না নিলে খুনের হুমকি দেয় তৃণমূল। তবে সিপিআই(এম) প্রার্থী জানিয়েছএন, ‘‘মারলে মরবো কিন্তু প্রার্থী পদ প্রত্যাহার করবো না।’’
রাতের অন্ধকারে প্রার্থীর বাড়ি হামলা করলে গ্রামের বাসিন্দারা প্রতিরোধ করেন। প্রতিরোধের মুখে তৃণমুলী দুষ্কৃতীরা পিছু হটে।
সূত্রের খবর হামলার খবর রটে যেতে রাত সোয়া বারোটাতে দলীয় কর্মীরা ও স্থানীয় নেতৃবৃন্দ আসার পরে গ্রামের দেড় শতাধিক বাসিন্দা ঘটনা স্থলে চলে আসেন। গ্রামবাসীরা লাঠিসোটা নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। অভিযুক্তদের বিরুদ্ধে রহড়া থানায় রাত্রি দুটোর সময় এফআইআর দায়ের করা হয়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
Comments :0