রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীদের ক্যামাক স্ট্রিট দিয়ে মিছিল করার অনুমতি দিয়েছিল কলকাতা হাই কোর্ট। আগামী ২৭ সেপ্টেম্বর বঞ্চিত গ্রুপ ডি চাকরি প্রার্থীরা মহা মিছিলের ডাক দিয়েছে, কলকাতা পুলিশের কাছে অনুমতি চাইলে পুলিশের পক্ষ থেকে কোন অনুমতি দেওয়া হয়নি। হাই কোর্টের দ্বারস্থ হয়ে অনুমতি আদায় করেন চাজরি প্রার্থীরা।
হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা রিকলিং করেছেন সরকার পক্ষের আইনজীবী। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর ডিভিসব বেঞ্চে সেই মামলার শুনানি রয়েছে। চাকরি প্রার্থীদের কথায়, ‘আবারও আজকে শুনানি। অস্বস্তি ক্যামাক স্ট্রিটে। বঞ্চিত কর্মপ্রার্থী যেন কোনোভাবেই তাদের আর্তনাদ বহিঃপ্রকাশ করতে না পারে। তাই একবার অনুমতি দেওয়ার পরও সরকার পক্ষের আইনজীবী পাল্টা রিকলিং করেছেন। আইনের প্রতি পূর্ণ বিশ্বাস আছে। আশাকরি, অসহায় কর্মপ্রার্থীদের পক্ষেই রায়দান বহাল থাকবে।’
চাকরি প্রার্থীদের যেই রাস্তা দিয়ে মিছিল করবেন তা হলো থিয়েটার রোড ও ক্যামাক স্ট্রিট সংযোগস্থলে জমায়েত করে তারা নিজাম প্যালেস, এক্সাইড মোড়, আশুতোষ মুখার্জী রোড হয়ে হাজরা মোড়ে গিয়ে শেষ করবেন মিছিল।
আন্দোলনরত চাকরি প্রার্থীদের কথায় লেখা পরীক্ষায় এবং ইন্টারভিউতে যারা পাশ করেছেন তাদের নিয়োগ হয়নি। ২০১৬ সালে ৬০ হাজার গ্রুপ ডি নিয়োগের কথা হলেও ৫৪২২ জনের একটি নিয়োগ তালিকা প্রকাশ করা হয়। সেই নিয়োগে দুর্নীতি হয়েছে বলে আদালতে অভিযোগ জানিয়েছেন চাকরি প্রার্থীদের।
Comments :0