Train service interrupted

ঝড়ে রেল লাইনের তার ছিড়ে বন্ধ ট্রেন চলাচল

কলকাতা

আধঘন্টার ঝড়ে রেল লাইনে গাছ পড়ে বিপত্তি। শিয়ালদা মেইন ও দক্ষিণ শাখায় ব্যহত ট্রেন চলাচল। দক্ষিণ বারাসাত ও জয় নগরের মাঝে রেল লাইনের ওভার হেড তারের ওপর ফ্লেক্স উড়ে এসে পড়ায় আপাতত বন্ধ ট্রেন চলাচল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তবেই সেই ফ্লেক্স সরানো হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ফলে সেসব সরিয়ে ট্রেন চলাচল হতে আরও সময় লাগবে বলে মনে করা হচ্ছে। অপরদিকে শিয়ালদা মেইন শাখায় শ্যামনগর ও কাঁকিনাড়ার কাছেও রেল লাইনে ওভারহেডের ওপর গাছ পরে তার ছিড়ে যাওয়ায় ট্রেন চলাচল বিঘ্নিত।


এদিকে কলকলতাতেও একাধিক জায়গায় গছ পড়ে বন্ধ যান চলাচল। কিছু জায়গায় মেশিন দিয়ে গাছ কেটে রাস্তা পরিস্কার করে সাময়িক যান চলাচল শুরু করা সম্ভব হয়েছে। ভিক্টোরিয়ার কাছে রেড রোডের ওপরে গাড়ির ওপর ভেঙে পড়েছে গাছ। যদিও চালক অক্ষত রয়েছেন তিনি। গাছ পড়ে যাওয়ায় যানজট রয়েছে ভিক্টোরিয়া সংলগ্ন রাস্তায়। গাছ পড়ে রাস্তা বন্ধ লেক গার্ডেন্সেও

Comments :0

Login to leave a comment