২০১৬ সালে যেই সব চাকরি প্রার্থীরা পাশ করেন তারা এই মিছিলে সামিল হয়েছেন। তাদের দাবি তারা পাশ করলেও তাদের নিয়োগ হয়নি। সাদা খাতা জমা দিয়ে টাকার বিনিময় অনেকে চাকরি পেয়েছেন। মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত আসে। সেখানেই বসে বিক্ষোভ দেখা থাকেন চাকরি প্রার্থীরা।
Upper Primary Protest
পথে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা

×
মন্তব্যসমূহ :0