Rajasthan Accident

রাজস্থানে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১১

জাতীয়

বুধবার রাজস্থানের ভরতপুর জেলায় জয়পুর-আগ্রা জাতীয় সড়কে একটি ট্রাক একটি বাসকে ধাক্কা দিলে অন্তত ১১ জন নিহত হয়েছে। আজ ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিশদ বিবরণ অনুযায়ী, গুজরাট থেকে মথুরাগামী যাত্রীবাহী বাসটি ভেঙে যাওয়ার পর হাইওয়ের পাশে দাঁড়িয়েছিল।

সেই সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক সজোরে এসে ধাক্কা দেয় বাসটিকে। সংবাদ সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও ছয়জন মহিলা রয়েছেন। প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের নিকটাত্মীয়দের জন্য ২ লাখ টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা অনুদান অনুমোদন করেছেন।

Comments :0

Login to leave a comment