Houseboat Capsizes

কেরালায় হাউসবোট উলটে নিহত অন্তত ১৮

জাতীয়

Houseboat Capsizes

কেরালায় হাউসবোট ডুবে ১৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে মালাপ্পূরম জেলার তুভালিথারাম সৈকতে কাছে তানুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রশাসনের থেকে জানানো হয়েছে, হাউসবোটটি উলটে গিয়ে তলিয়ে যায়। দুর্ঘটনার সময় জলযানটিতে মহিলা ও শিশু সহ প্রায় ৩০ জন ছিলেন।
স্থানীয় মানুষ জানান, ছুটির মধ্যে অনেক শিশুই অভিভাবকদের সঙ্গে হাউসবোটে ঘুরতে আসেন। মুহুর্তে আনন্দের মুহুর্ত বিষাদে ছেয়ে যায়। জনৈক পুলিশ কর্মী বলেন, উলটে যাওয়া হাউসবোটের তলায় আরও অনেকেরই আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এপর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।


হাউসবোট দুর্ঘটনায় উদ্ধারকাজে তানুর এবং তিরুরের দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের পাঠান হয়েছে। রবিবার রাত ৭টা নাগাদ হাউসবোটটি ডুবে যায়। জলের থেকে উদ্ধারকরা যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Comments :0

Login to leave a comment