বৃহস্পতিবার বিকালে বাঁকুড়া- খাতড়া রাস্তায় ইন্দপুর থানার বনকাটা গ্রামে পথ দুর্ঘটনায় দুই ব্যক্তি প্রাণ হারালেন। মৃতরা হলেন ইন্দপুর থানার পতিরডাঙ্গা গ্রামের অংশুমান পতি, ও বাঁকুড়া শহর সংলগ্ন রাজগ্রামের কাছে শ্যামডাঙ্গা গ্রামের দুঃখভঞ্জন শীট। এদিন বিকাল ৪ টা নাগাদ বাঁকুড়াগামী একটি চার চাকায় চারজন আসছিলেন। বনকাটি গ্রামে উল্টো দিক থেকে আসা একটি বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখী চার চাকা গাড়িটি ধাক্কা মারলে ছোট গাড়ির ভেতরে থাকা চার জনই আহত হন। ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। এই দুর্ঘটনার পরই এলাকার মানুষ রাস্তায় বাম্পার করার দাবিতে বেশ কিছুক্ষন পথ অবরোধ করে থাকেন। খবর পেয়ে খাতড়ার এসডিপিও কাশিনাথ মিস্ত্রি ও ইন্দপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। স্থানীয় মানুষজনের সঙ্গে তাঁরা আলোচনা করেন। পরে বিকাল ৫টা নাগাদ অবরোধ তুলে দেওয়া হয়।
Accident in Bankura
বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় মৃত দুই
×
Comments :0