WEST BENGAL BY ELECTION

নির্বাচনে হয়েছিল দেদার ভোট লুট, ৪ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল

রাজ্য

CPIM west bengal panchayat election TMC BJP

রাজ্যের ৪টি আসনে বুধবার উপনির্বাচন হয়। রানাঘাট দক্ষিণ, মানিকতলা, রায়গঞ্জ ও বাগদা কেন্দ্রের গণনা চলছে শনিবার। ৪টি কেন্দ্রেই এগিয়ে রয়েছে তৃণমূল।

নির্বাচনের দিন ৪টি কেন্দ্র থেকেই ব্যাপক কারচুপির অভিযোগ এসেছিল। রানাঘাট দক্ষিণ, মানিকতলা সহ ৪টি কেন্দ্রের বামফ্রন্ট ও কংগ্রেস প্রার্থীরা অভিযোগ করেছিলেন, প্রশাসনের মদতে অবাধে ছাপ্পা ও ভোট লুট করেছে তৃণমূল।

শেষ পাওয়া খবর অনুযায়ী, রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী অষ্টম রাউন্ডের শেষে ৬৯ হাজার ৪৬২ ভোটে এগিয়ে রয়েছে। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে পঞ্চম রাউন্ডের শেষ তৃণমূল এগিয়ে রয়েছে ১৩ হাজার ৪২৮ ভোটে। মানিকতলা ও বাগদায় ষষ্ঠ রাউন্ডের শেষে তৃণমূল এগিয়ে রয়েছে ২০ হাজার ৮২০ ও ১৪ হাজার ৫৫৩ ভোটে।

প্রসঙ্গত, ২০১১ সালের নির্বাচনে, মানিকতলা ছাড়া বাকি ৩টে আসনে এগিয়ে ছিল বিজেপি। এই ট্রেন্ড বজায় থাকলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা আরও কমতে চলেছে।

Comments :0

Login to leave a comment