রাষ্ট্রসঙ্ঘ চাইছে অন্তত ২০০ ট্রাক ভর্তি ত্রাণ সরঞ্জাম গাজায় ঢুকতে দেওয়া হোক। এই বক্তব্য রাষ্ট্রসঙ্ঘের। ইজরায়েল শেষ বার মাত্র ১৭ টি ট্রাক ঢুকতে দিয়েছে। রাষ্ট্রসঙ্ঘ মনে করিয়েছে ৭ অক্টোবর থেকে সামরিক সংঘাত শুরু হওয়ার আগে গাজায় ৫০০ টি ট্রাকে ত্রাণ যেত।
গাজার চিকিৎসা সরঞ্জাম না থাকা এবং হাসপাতাল গুলি চালানোর মতো জ্বালানি না থাকার কারণে উদ্বেগ জানিয়েছে রাষ্ট্র সংঘ।
এদিকে আরো দুই পণবন্দিকে মুক্ত করেছে হামাস। ৮৫ বছরের ইয়োশেতেফ লিফশিৎজ এবং ৭৯ বছরের নুরিৎ কুপারকে রাফা ক্রসিং দিয়ে মিশরের হাতে সোমবারই তুলে দিয়েছে হামাস। গত সপ্তাহে দুই আমেরিকান নাগরিককে ছেড়ে দেয় হামাস। ইজরায়েলের দাবি, হামাস ২২২ জনকে বন্দি করে রেখেছে।
ইজরায়েল বোমা ফেলছে মিশর গাজা সীমান্তের রাফাতেও। মঙ্গলবার প্যালেস্তিনীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে বোমায় নিহত শতাধিক, তার মধ্যে রয়েছে মহিলা শিশুরাও।
এবার ইসরাইলে পৌঁছাচ্ছেন ফরাসি প্রধানমন্ত্রী এমানিয়েল ম্যাক্রোঁ। ফ্রান্স জানিয়েছে, প্যালেস্তাইনকে পূর্ণ রাষ্ট্রের স্বীকৃতি এবং শান্তি প্রক্রিয়া শুরু করার পদ্ধতি নিয়ে আলোচনা করবেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে।
Comments :0