Orissa

বিজেপি শাসিত ওড়িশায় ফের দলবদ্ধ ধর্ষণের শিকার যুবতী

জাতীয়

ওড়িশায় ফের ধর্ষণের শিকার এক যুবতী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ওই দলিত যুবতীকে দলবদ্ধ ধর্ষণ। জানা গিয়েছে নির্যাতিতা এবং তার পুরুষ বন্ধুর কিছু ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তাদের থেকে টাকা চাওয়া হয়। সেই টাকা দিতে অস্বীকার করা হলে প্রথমে তাকে মারধর করা হয়, তারপর চলে অত্যাচার। 
ঘটনাটি ঘটে ১৩ সেপ্টেম্বর যখন মহিলা এবং তার বন্ধু ব্রহ্মগিরির বালি হারাচণ্ডী মন্দিরে গিয়েছিলেন। সেখান থেকে তারা একটি সমুদ্র সৈকতে যান, সেখানে অভিযুক্তরা তাদের অনুসরণ করে।
তদন্তে উঠে এসেছে সেই সময় অনলাইনে অভিযুক্তদের ২৫০০ টাকা দেন নির্যাতিতা এবং তার বন্ধু, তাছাড়া আরও হাজার টাকা দেওয়া হয় ক্যাশ। কিন্তু আরও বেশি টাকা দাবি করেন অভিযুক্তরা। 
প্রাণ বাঁচাতে দুজনে স্থানীয় একটি জঙ্গলে আশ্রয় নেয়। সেখানে স্থানীয়দের গোটা ঘটনা জানালে তারা পুলিশের কাছে খবর দেয়। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত শিবপ্রসাদ সাউ ফেরার বলে জানা গিয়েছে। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
বিজেপি শাসিত ওডিশায় বিভিন্ন প্রান্তে বাড়তে থাকা যৌন হেনস্তা, নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। নারী নিরাপত্তা রক্ষায় গত এক বছরে ডাহা ফেল করেছে ওডিশার ‘ডবল ইঞ্জিনের’ সরকার। বালাসোরে বিভাগীয় প্রধানের থেকে যৌন নির্যাতনের শিকার হয়ে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা রাজ্যে বাড়তে থাকা অপরাধমূলক প্রবণতার এক নিদর্শন।
জুলাই মাসে জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে এক নাবালিকাকে অপহরণ করে তিন ব্যক্তি দলবেঁধে ধর্ষণ করে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় এক ট্রাক চালক তাকে ফের ধর্ষণ করে। ওই একই মাসে জাজপুরে এক হকি খেলোয়াড়কে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে তার কোচের বিরুদ্ধে।
গঞ্জাম, পুরী, বালেশ্বর সহ একাধিক ওড়িশায় বিভিন্ন এলাকায় নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে ডাবল ইঞ্জিন সরকার। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে ওড়িশার বিজেপি সরকার।

Comments :0

Login to leave a comment