Pradhan Murder Case

পঞ্চায়েত প্রধান খুনে গ্রেপ্তার আরো দুই

জেলা

Pradhan Murder Case

তপন বিশ্বাস - ইসলামপুর

 

পাঞ্জিপারার নিহত  প্রধান মহম্মদ রাহী খুনের অন্যতম আসামীকে বিহারের আরা থানার থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ আলী। তার বাড়ি বিহারের ভোজপুর জেলার আরা থানা এলাকায়। এছাড়া ওই খুনে ব্যবহৃত একটি স্করপিও গাড়ির চালক সমেত গাড়িটিকে আটক করা হয়েছে। ওই গাড়ির চালকের নাম দেবেন্দ্র পাসওয়ান। তার বাড়ি কিশানগঞ্জ শহরে। পুলিশ অভিযান চালিয়ে একটি সেভেন এমএম পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে। ইসলামপুর পুলিশ জেলা সুপার জসপ্রীত সিং মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ একটি প্রেস মিট করে জানান, আরা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করে এনে খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হয়। তারপরে ধৃতের সূত্র ধরে একটি বাড়ি থেকে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। খুনের ঘটনায় ওই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল কিনা তার নিশ্চিত করতে ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হবে। তিনি আরো জানান, এই খুনের ঘটনার মাস্টারমাইন্ড হলেন বালিচুকার মোহাম্মদ মোস্তফা নামে একজন জমি মাফিয়া। উল্লেখ্য সুধা নদীর একটি জমিকে বেআইনিভাবে বিক্রি করার জন্য একটি চক্র কাজ করছিল। সেখানে প্রধান বাধা দেন। এসপি জানান, ওই জমির মাফিয়াদের জন্যই এই খুন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এই ঘটনায় আর কারা কারা জড়িত রয়েছে- তাদের গ্রেপ্তার করতে পুলিশ সক্রিয় রয়েছে। তিনি আরো জানিয়েছেন, ইতিমধ্যে অনেকগুলো তথ্যই আমাদের হাতে এসেছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে সব বলা সম্ভব নয়। ওই খুনের ঘটনায় আগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল ।এদিন আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। ওই দুজনকে আগামীকাল আদালতে পাঠিয়ে রিমান্ডের জন্য আবেদন জানানো হবে।


 

Comments :0

Login to leave a comment