Drowned

ফের গঙ্গায় নেমে তলিয়ে গেল দুই কিশোর

রাজ্য

Drowned


বিশ্বকর্মা পুজোর দিন গঙ্গাতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল ব্লকের রাজগঞ্জ এলাকার গঙ্গার ঘাটে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সোমবার দুপুরে খেলাধুলা করে এসে তিন নাবালক যুবক ওই এলাকার গঙ্গার ঘাটে স্নান করতে নামে। আচমকাই তিনজনের মধ্যে দুই জন জলে তলিয়ে যায়। একজনকে উদ্ধার করা সম্ভব হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে তলিয়ে যাওয়া দুই যুবকের নাম প্রিয়াংশু সিং(১৭) ও বিনীত সিং (১৪)। এরপরই স্থানীয় বাসিন্দারা সাঁকরাইল থানায় খবর দিলে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসে। তারা কলকাতা পুলিশের রিভার ট্রাফিককে খবর দেয়। রিভার ট্রাফিক ও ডুবুরি ঘটনাস্থলে এসে পৌঁছায়। গঙ্গাতে ডুবুরি নেমে তন্ন তন্ন করে ওই দুই যুবককে খোঁজার কাজ করলেও বিকাল পর্যন্ত দুই যুবকের কোনো সন্ধান পাওয়া যায় নি বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। 

ভাঁটার সময়ে ওই দুই যুবক স্নান করতে নেমেছিল। এরপর গঙ্গাতে জোয়ার ও বান আসার কারণে দুইজনকে অন্যত্র জলের টানে নিয়ে চলে যায় বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা। এর আগে গত সোমবার বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে তলিয়ে যায় ধরম সাউ নামে এক কিশোর। বিপর্যয় মোকাবিলা দল এবং ডুবুরি তল্লাশি চালিয়ে ওই নাবালকের দেহ উদ্ধার করে। এদিন গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার খবর পাওয়ার পরই শোকের তৈরি হয়েছে ওই দুই যুবকের পরিবারে। এখনও নিখোঁজ দুই নাবালককে খোঁজার চেষ্টা করছে পুলিশ।

Comments :0

Login to leave a comment