INDIA Meet

সংসদের অধিবেশনের আগে বৈঠকে ‘ইন্ডিয়া’, যোগ ২৪ দলের

জাতীয়

শনিবার অনলাইন বৈঠকে এমএ বেবি, জয়রাম রমেশ সহ নেতৃবৃন্দ।

বিদেশি বা বাংলাদেশি তকমা দিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ ঘিরে সংসদে প্রশ্ন তুলবেন বিরোধীরা। পহেলগামে সন্ত্রাসবাদী হামলাও উঠবে আলোচনায়। 
শনিবার বিরোধী ২৪ দলের বৈঠকে এই মর্মে বোঝাপড়া হয়েছে। বেশ কয়েক মাসে বিজেপি-বিরোধী শক্তিগুলি এত বড় মাপের বৈঠক করেনি বলে জানিয়েছে কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। বিহারে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া ঘিরে প্রশ্ন তুলবেন এই বিরোধীরা।  অনলাইন বৈঠকে যোগ দেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। 
পহেলগামে ব্যর্থতার দায় স্বীকার করেছেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল। আবার ‘অপারেশন সিন্দুর’ ঘিরে ফের দাবি জানিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোানল্ড ট্রাম্প। তাঁর ‘জেট ধ্বংসের’ দাবির সত্যতা কী, সম্পূর্ণ তথ্য দেশের সংসদে জানানো হচ্ছে না কেন, ট্রাম্প বারবার ঘোষণা করছেন কেন- অধিবেশনে উঠবে স সব প্রশ্নও।
সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর বিশেষ অধিবেশনের দাবি বিরোধীরা জানালেও তা শোনা হয়নি। 
সিপিআই(এম) সরব হবে বাংলাভাষীদেরকে বাংলাদেশি বলে হেনস্তার বিরুদ্ধে। সেই সঙ্গে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির অভিমুখ ঘিরেও তুলবে প্রশ্ন। দুধ, কৃষি, পশুপালন, ওষুধের মতো একাধিক ক্ষেত্র খুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছে আমেরিকা। 
শনিবার ‘ইন্ডিয়া’ মঞ্চের সংসদীয় বোঝাপড়ার এই বৈঠকে যোগ দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। 
এর আগে তৃণমূল কংগ্রেস ও ‘আপ’ জানিয়েছিল এই বৈঠকে অংশ নেবে না।

Comments :0

Login to leave a comment