পূর্ব মেদিনীপুর জেলার ১১৬বি দিঘা নন্দকুমার জাতীয় সড়কে শকুন্তলা লজের কাছে বুধবার দুপুর ২টো নাগাদ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চারচাকার ছোট গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই মৃত হয়েছে ৩ জনের, গুরুতর আহত হন আরও ২ জন। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্ভবত লাল রঙের ছোট গাড়িটি দীঘার দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে দীঘা-কলকাতা গামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা জানাচ্ছেন কলকাতার দুর্গানগর থেকে এই পর্যটকরা দীঘায় যাচ্ছিলেন। উভয় গাড়ির গতিবেগ ছিল বেশি।
দুর্ঘটনার জেরে কাঁথির শকুন্তলা লজের কাছে জাতীয় সড়কে ব্যাপক যানজট হয়। খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। মৃত ও আহতদের পরিচয় জানা যায়নি।
Comments :0