জম্মু ও কাশ্মীরে সংঘর্ষে পাঁচ সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে জানালো পুলিশ। কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশ রুখতে পুলিশ, সেনা এবং গোয়েন্দা সংস্থাগুলির যৌথ অভিযান চালিয়েছে বলে জানানো হয়েছে বৃহস্পতিবার।
জম্মু ও কাশ্মীরের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বিজয় কুমার জানিয়েছেন যে নিহতেরা সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য। তাদের নাম এবং পরিচয় বিশদে জানার চেষ্টা হচ্ছে। তল্লাশি অভিযানও চলছে।
ভারতীয় সেনার চিনার কর্পস জানিয়েছে যে অনুপ্রবেশ ঠেকানোর সময় গুলিবিনিময় হয়। জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং রাতে সংবাদমাধ্যমে জানিয়েছেন যে অভিযান চলছে। অভিযানের বিশদ তথ্য আরও পরে দেওয়া হবে। তিনি বলেছেন, কুপওয়ারায় নিয়ন্ত্রণরেখায় ১৬টি জায়গা দিয়ে অনুপ্রবেশ হয়। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এই ১৬টি জায়গায় সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণের ঘাঁটি রয়েছে।
Comments :0