5 worker died in Morena

মধ্য প্রদেশের কারখানায় বিষাক্ত গ্যাসে মৃত ৫ শ্রমিক

জাতীয়

5 worker died in Morena

বিষাক্ত গ্যাস শ্বাসের সঙ্গে মিশে মারা গেলেন পাঁচ শ্রমিক। বুধবার মধ্য প্রদেশের মোরেনায় দুপুরের দিকে গ্যাস লিক করার এই ঘটনায় আরও তিন শ্রমিক অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে। 

মোরেনা জেলার ধানেলা এলাকায় সাক্ষী ফুড প্রোডাক্টস নামে একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় সকালের দিকে গ্যাস লিক করতে থাকে। মহকুমা শাসক ভূপেন্দ্র সিং কুশওয়াহা জানিয়েছেনগ্যাস লিক হচ্ছে কেন তা দেখতে প্রথমে দুই শ্রমিক যান। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তাঁরা। তাঁদের বের করতে যান আরও তিন শ্রমিক। সকলেই অসুস্থ হয়ে পড়েন। 

প্রশাসন জানিয়েছেএরপরই শ্রমিকদের নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি তিন জনের চিকিৎসা চলছে।  

এই কারখানায় প্রক্রিয়াজাত চেরি এবং খাদ্যে ব্যবহার্য চিনি বিযুক্ত রাসায়নিক তৈরি হয়। ঘটনার পর জেলা প্রশাসন কারখানা থেকে সবাইকে বের করে দেয়। নিহতদের বয়স ২৮ থেকে ৩৫’র মধ্যে। এই শ্রমিকরা সকলেই তিকতোলি গ্রামের বাসিন্দা।  

 

Comments :0

Login to leave a comment