AUSHGRAM NOMINATION

আউশগ্রামে তীর ধনুক নিয়ে মিছিল করে মনোনয়ন

জেলা

মঙ্গলবার আউশগ্রামে মনোনয়নের মিছিল।

হুমকি হামলা রুখে আউশগ্রামেও মিছিল করে মনোনয়ন পত্র জমা দিলেন বামপন্থী প্রার্থীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তেই মনোনয়ন জমা দিয়েছেন বামপন্থীরা। বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে শুরু হয়েছে প্রচারও। মাটির দেওয়ালে প্রার্থীর নাম লেখা শুরু হয়ে গিয়েছে। 

মঙ্গলবার পূর্ব বর্ধমানের আউশগ্রামে লাল ঝান্ডার মিছিলে হয়েছে চড়া মেজাজে। সিপিআই(এম) নেতৃবৃন্দ জানিয়েছেন, মিছিলে অংশ নেন বহু আদিবাসী মানুষ। তীর-ধনুক হাতে মিছিল দেখে চম্পট দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। বর্ধমানেরই বড়শুলে সোমবারই হয়েছে কড়া প্রতিরোধ। তৃণমূলের বিশাল দুষ্কৃতীবাহিনীকে রুখে মনোনয়ন জমা দেন বামপন্থীরা। 

বামপন্থীরা বহু জায়গায় ক্ষোভ জানিয়েছেন পুলিশের ভূমিকায়। অভিযোগ, দুষ্কৃতীবাহিনীর হামলার রোখার বদলে দর্শকের ভূমিকা নিচ্ছে পুলিশ। বরং, প্রতিরোধের মুখে পড়লে পুলিশের সহায় হচ্ছে তৃণমূলের বাহিনী। মুর্শিদাবাদের ডোমকলে মনোনয়ন জমার সময় অস্ত্র সহ ধৃত তৃণমূলের এক অঞ্চল সভাপতিকে হেফাজতে নেয়নি পুলিশ। সারাঙপুরের সেই নেতাকে ধরা হয় কোমরে আগ্নেয়াস্ত্র গোঁজা অবস্থায়। ফলে পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশনকে ঘিরে প্রশ্ন গভীর হয়েছে।

মঙ্চগলবারই  কোচবিহারে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন  বামফ্রন্টের  প্রার্থী আয়েসা বিবি। শিতলখুচি ব্লকের খলিসামারী গ্রাম পঞ্চায়েতের ১৪৬ নং বুথের প্রার্থী কমরেড আয়েসা বিবি মনোনয় জমা দিয়ে বাড়ি ফেরার পথে ডাম্পারের সাথে বাইকের দুর্ঘটনায় নিহত হয়েছেন।

Comments :0

Login to leave a comment