Adhir Chowdhury attack TMC

শান্তিপূর্ণ হবে নির্বাচন, হলফনামা দিয়ে বলুন মুখ্যমন্ত্রী : দাবি অধীরের

রাজ্য

বিধান ভবনে সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরী। নিজস্ব চিত্র।

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পরপরই তৃণমূল এবং রাজ্য নির্বাচন কমিশনকে একসাথে নিশানা করলেন অধীর চৌধুরী। শুক্রবার বিধান ভবনের সাংবাদিক সম্মেলনে অধীর বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর যদি দম থাকে তাহলে হাই কোর্টে এফিডেপিট দিয়ে জানাক যে মানুষ তার নিজের ভোট দিতে পারবেন।’’ অধীর চৌধুরীর কথায়, রাজ্যের মানুষ চোরেদের চুরি করার লাইসেন্স রিনিউ করার সুযোগ দেবে না এবার। 
তিনি আরও বলেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশনের পরিচালনায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালিত হতে পারে না। রাজ্যে নির্বাচনের সময় সন্ত্রাস, কারচুপির যেই ঐতিহ্য তৃণমূল শুরু করেছে তা এবারও হতে চলেছে।’’ 


রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহাকে মুখ্য নির্বাচন কমিশনার করেছে সরকার। তাঁর নেতৃত্বে পরিচালিত হবে পঞ্চায়েত নির্বাচন। এদিনের সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরী বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নিজের ভাইয়ের সাথে অন্তরঙ্গে আসরে দেখা গিয়েছে রাজীব সিনহাকে।’’ বৃহস্পতিবার, পঞ্চায়েত ভোট ঘোষণার দিনই, বিভিন্ন সামাজিকমাধ্যমে এই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
তৃণমূলের নবজোয়ার চলাকালিন অভিষেক ব্যানার্জিকে বলতে শোনা যায় যে তাঁর এই কর্মসূচির পর পঞ্চায়েত নির্বাচন হবে। অভিষেকের সেই প্রসঙ্গ টেনে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘সরকার জানার আগে খোকাবাবু জানে কবে পঞ্চায়েত ভোট হবে। উনি কি কোন সাংবিধানিক পদে রয়েছেন? নবজোয়ারের পর যে নির্বাচন হবে তা তিনি কি ভাবে জানলেন?’’
এরপর অভিষেক এবং রাজ্য নির্বাচন কমিশনকে নিশানা করে অধীর বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচন নির্বাচন কমিশনের দপ্তর থেকে নয় খোকাবাবুর অফিস থেকে পরিচালিত হবে।’’
এবার পঞ্চায়েত নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা দেওয়া যাবে কি না তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন করা হলে বৃহস্পতিবার তিনি জানিয়েছএন রাজ্যের সাথে আলোচনা করে এই বিষয় কমিশন সিদ্ধান্ত নেবে। রাজীব সিনহার এই কথার পরিপ্রেক্ষিতে অধীর বলেন, ‘‘নির্বাচন কমিশনার বলছেন সরকারের সাথে আলোচনা তিনি জানাবেন অনলাইনে মনোনয়ন জমা দেওয়া যাবে কি না। নির্বাচন পরিচালনা করার তার দায়িত্ব। কিন্তু তিনি বুঝিয়ে দিলেন যা করবেন রাজ্য সরকারের কথায় করবেন।’’


কেন্দ্রীয় বাহিনী নয়। রাজ্য পুলিশের ওপরেই আস্থা রাখছে নির্বাচন কমিশন। রাজীব সিনহা জানিয়েছেন নির্বাচন পরিচালনা করবে রাজ্য পুলিশ। এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, ‘‘পঞ্চায়েতে বুথের সংখ্যা প্রায় ৬২ হাজার। রাজ্যের সক্রিয় পুলিশের সংখ্যা ৪৬ হাজার। এই পুলিশ নিয়ে ৬২ হাজার বুথে কি ভাবে ভোট হবে তা সহজেই বোঝা যাচ্ছে।’’
সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানানো হয়েছে। ভাস্কর ঘোষ জানিয়েছেন, পর্যাপ্ত নিরাপত্তা কর্মী ছাড়া কোন ভাবে সরকারি কর্মীরা কাজ করতে পারবে না পঞ্চায়েত নির্বাচনে।


শুক্রবার অধীর চৌধুরী দাবি করেন যে, গত বছর ৯ সেপ্টেম্বর কয়লা পাচার কান্ডে ইডি দপ্তর হাজিরা দিতে গিয়ে অভিষেক ব্যানার্জি কথা দিয়ে এসেছে যাতে বাংলায় বিজেপি ক্ষমতা দখল করতে পারে তার চেষ্টা তিনি করবেন। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘খোকাবাবু দিল্লিতে ইডি দপ্তরে বসে বলে এসেছে যে তার হাতে ৭৩জন বিধায়ক আছে। বাংলায় যাতে তারা ক্ষমতায় আসতে পারে তার ব্যবস্থা তিনি করেবন। কিন্তু তিনি তার কথা রাখতে পারছেন না বলে তার ওপর চাপ দেওয়া হচ্ছে।’’ অধীর চৌধুরীর দাবি অভিষেকের স্বীকারক্তির কারণেই একের পর এক তৃণমূল নেতা মন্ত্রী দুর্নীতি সামনে আসছে।

 

ছবি : বিধান ভবনে সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরী। নিজস্ব চিত্র।

Comments :0

Login to leave a comment