Bangladesh protest

সরকার বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশে গ্রেপ্তার বিরোধী নেতা

আন্তর্জাতিক

ঢাকায় হিংস্র বিক্ষোভের একদিন পর রবিবার বাংলাদেশের  প্রধান বিরোধী দলের এক শীর্ষ নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাড়ি থেকে আলমগীরকে আটক করা হয়।অভিযানে আলমগীরের বাড়ি থেকে হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে। ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। আলমগীরকে আটকের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাসসহ অন্যান্য নেতাদের শাহজাহানপুরের বাসভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Comments :0

Login to leave a comment