পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট, সন্ত্রাস, নির্বাচন পরিচালনায় কমিশনের ব্যর্থতা, ভাঙড়ে গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে এবং গ্রামবাংলায় শান্তি রক্ষার দাবিতে বৃহস্পতিবার বিকেলে কলকাতায় ধিক্কার মিছিল। বৃহস্পতিবার বিকেল চারটেয় ধর্মতলায় লেনিন মূর্তির সামনে থেকে এই ধিক্কার মিছিল শুরু হয়। খুন জখম লুট প্রহসনের ভোটের প্রতিবাদে এদিন পথে নামে বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফ। তৃণমূল ও বিজেপি-বিরোধী সমস্ত রাজনৈতিক দল এবং শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক এই মিছিলে অংশগ্রহণ করেন।
গত শনিবার ৮ জুলাই ভোট দিতে লড়াই করেছিলেন মানুষ। বুথ, রাস্তায় তৃণমূলের মুখোমুখি যুঝেছিলেন বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ’র কর্মীরা। গণনা কেন্দ্রেও সন্ত্রাস চালিয়েছে মমতা ব্যানার্জির দলবল। ব্যাপক সন্ত্রাস দুষ্কৃতী তাণ্ডব, খুন-জখম, গোটা নির্বাচন পর্বে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেদার ভোট লুটে তৃণমূল জিতেছে বেশিরভাগ আসনে। তৃণমূল জিতেছে সন্ত্রাস করে। গণনা কেন্দ্রে ‘জয়’ চুরি করে। পঞ্চায়েত ভোটে সরকার ও শাসক দলের হাতে গণতন্ত্র আক্রান্ত হওয়ার প্রতিটি পর্বে প্রতিরোধ করে লড়াই চালিয়ে যাচ্ছেন বামপন্থীরা। ভোটের দিন ব্যাপক সন্ত্রাস, বুথ দখল, ব্যালট লুটের পরেও শাসকদল নিশ্চিত ছিল না তাদের জয় সম্পর্কে। বহু কেন্দ্রে বিরোধী দলের প্রার্থীরা গণনায় জয়ী হলেও তাঁদের সার্টিফিকেট দেওয়া হয়নি। গনণার দিন রাজ্যের প্রায় প্রতিটি গণনাকেন্দ্রে পরিকল্পিত সন্ত্রাস ও নজিরবিহীন কারচুপি প্রত্যক্ষ করলেন রাজ্যের মানুষ। প্রতিটি ক্ষেত্রেই পুলিশ ও বিডিও’রা এই কারচুপিতে মদত জুগিয়েছে এমনটাই অভিযোগ করেছেন বিরোধীদলের কাউন্টিং এজেন্টরা। ভোট লুট, সন্ত্রাসের বিরুদ্ধে কলকাতায় প্রতিবাদ ও ধিক্কার মিছিল।
Comments :0