Bishan Singh Bedi

প্রয়াত বিষেণ সিং বেদি

খেলা

Bishan Singh Bedi

 

প্রয়াত ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও অন্যতম সেরা বাঁহাতি স্পিনার বিষেণ সিং বেদি। তাঁর বয়স হয়েছিল দিল্লিতে ৭৭। দিল্লিতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে সোমবার দুপুরে। তাঁর প্রয়াণে শোকের আবহ তৈরি হয়েছে ক্রিকেট জগতে।
১৯৪৬ সালের ২৫ সেপ্টেম্বর পঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন তিনি । ১৯৬৭ থেকে ১৯৭৯ সালের মধ্যে ভারতের হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলে ২৬৬টি উইকেট নিয়েছেন তিনি। 
 মনসুর আলি খান পতৌদির পরে ১৯৭৬ সালে ভারতের অধিনায়কত্ব পান তিনি। ২২ টেস্ট ম্যাচে ভারতের অধিনায়কত্বও করেছেন। তার নেতৃত্বেই ১৯৭১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় করে ভারত। 
গত দুই বছরে বেশ কয়েকটি অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। গত মাসেও একটি অস্ত্রোপচার করাতে হয়েছিল।
এদিন তাঁর মৃত্যু হয়। একজন অত্যন্ত দক্ষ বাঁ-হাতি অর্থোডক্স স্পিনারের মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট জগতে।

Comments :0

Login to leave a comment