DUBRAJPUR BLAST

জমানো বোমা ফাটল দুবরাজপুরে, যোগ সেই তৃণমূলের

রাজ্য জেলা

DUBRAJPUR BLAST বোমা ফেটে ভাঙল দেওয়াল।

ফের তৃণমূল কর্মীর বাড়িতে ফাটল মজুত বোমা। এবার বীরভূমের দুবরাজপুরের পদুমা অঞ্চলের ঘোড়াপাড়া গ্রামে। অভিযোগ, শতাধিক বোমা মজুত ছিল। সেই বোমাই কোনও কারণে ফেটে যায়। 

বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পরে কংক্রিটের সিঁড়িঘর। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, মঈন শেখ নামে এক ব্যক্তির বাড়ির সিঁড়ি ঘরে শতাধিক তাজা বোমা মজুত ছিল৷ এই ব্যক্তি এলাকায় তৃণমূল-কংগ্রেসের কর্মী হিসাবে পরিচিত।

খবর পেয়েই গ্রামে পৌঁছায় দুবরাজপুর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে। 

রাজ্যের একের পর এক জায়গায় বিস্ফোরণ হয়ে চলেছে। তৃণমূল সংযোগ মিলছে প্রায় সব জায়গায়। পূর্ব মেদপিনীপুরের এগরায় বিস্ফোরণের সাত দিনের মধ্যে পরপর দু’টি বিস্ফোরণ। এগরায় নিহত ১১। রবিবারই দক্ষিণ ২৪ পরগনায় মজুত বাজিতে বিস্ফোরণের জেরা তিনজনের প্রাণ গিয়েছে।

Comments :0

Login to leave a comment