৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশের দেওয়াল লিখন মুছে দেওয়ার চেষ্টা হলো জলপাইগুড়িতে। ঘটনা ঘিরে প্রতিবাদে সরব হলো জলপাইগুড়ি।
জলপাইগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডের শিল্পসমিতি এলাকায় জলপাইগুড়ি-শিলিগুড়ি রাস্তার ওপরে থাকা একটি কালভার্টের দেওয়ালে সমাবেশের আহ্বান জানিয়ে দেওয়াল লিখেছিল ডিওয়াইএফআই। রাতের অন্ধকারে সেই দেওয়াল মুছে দেয় দুর্বৃত্তরা।
কর্মসূচির প্রচারে নেমে জলপাইগুড়ি শহর লোকাল কমিটির ডাকে বাইক মিছিল, অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি গোটা শহর জুড়ে দেওয়াল লিখন করা হয় ডিওয়াইএফআই’র উদ্যোগে।
এর মধ্যে শিল্পসমিতি পাড়ার একটি দেওয়াল লেখা মুছে ফেলা হয়। শহরের মানুষ বলেছেন, জলপাইগুড়ি শহরের রাজনৈতিক সংস্কৃতির বিরোধী এই ঘটনা। প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ জানায় ডিওয়াইএফআই।
মঙ্গলবারই ডিওয়াইএফআই লোকাল কমিটির সদস্যরা ঘটনাস্থলে জমায়েত করেন। লোকাল কমিটির সভাপতি দেবরাজ বর্মন জানান, ‘‘আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না।’’
জমায়েতে স্লোগান দিয়ে লড়াই আরও জোরদার করার ডাক ওঠে। ইনসাফ যাত্রার স্থায়ী পদযাত্রী বেদব্রত ঘোষ সহ যুবনেতারাও অংশ নেন প্রতিবাদে।
Comments :0