SIR Jalpaiguri

চা-শ্রমিক, দিনমজুরদের সুবিধাজনক সময়ে শুনানিতে ডাকার দাবি সিপিআই(এম)’র

জেলা

জলপাইগুড়ি জেলায় নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ, বাদ পড়ল ১ লক্ষ ৩৩ হাজারের বেশি নাম। জলপাইগুড়ি জেলায় নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে মঙ্গলবার প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী, জেলায় মোট ১ লক্ষ ৩৩ হাজার ১০৭ জন ভোটারের নাম বাদ পড়েছে। এই বিষয়টি নিয়ে মঙ্গলবার জলপাইগুড়ি জেলাশাসক দপ্তরে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক শামা পারভীন, অতিরিক্ত জেলাশাসক ধীমান বারই, সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী সহ জেলা প্রশাসনের  আধিকারিকরা সভায় অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন আর অর্জুন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও বৈঠকে অংশগ্রহণ করেন। 
জেলা নির্বাচনী দপ্তর সূত্রে জানানো হয়েছে, বাদ পড়া ভোটারদের মধ্যে মৃত ভোটারের সংখ্যা ৬৬ হাজার ৪১৮ জন। অপরদিকে, স্থানান্তর, একাধিক জায়গায় নাম থাকার মতো কারণে ৬৬ হাজার ৬৮৯ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও জানা গিয়েছে, মোট ৭৭ হাজার ৪৩৯ জন ভোটারকে শুনানির (হিয়ারিং) জন্য ডাকা হবে। যাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তারা পুনরায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ফর্ম ৬-এর সঙ্গে আন্নেক্সার–৪ সংযুক্ত করে সংশ্লিষ্ট বিএলও (বুথ লেভেল অফিসার)-এর কাছে আবেদন করতে পারবেন। 
সভায় সিপিআই(এম) পক্ষ থেকে দাবি করা হয় জলপাইগুড়ি জেলা চা বাগান এবং কৃষি প্রধান এলাকা এখানে এই সময়কালে মাঠের কাজ রয়েছে শুনানির সময় দিনমজুর সহ চা বাগান কর্মীদের ক্ষেত্রে তাদের কাজের ক্ষতি না করে বিকেল বেলার দিকে তাদের শুনানিতে যাতে ডাকা হয়। প্রান্তিক ও সাধারণ মানুষের কাছে এই শুনানির বিষয়টি যতটা সম্ভব সহজ সরল প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং সহমর্মিতার মধ্য দিয়ে উপস্থাপিত করতে হবে। শুনানি প্রক্রিয়া চলাকালীন যাবতীয় সুযোগ-সুবিধা শুনানি স্থানে রাখতে হবে।
বাংলাদেশী বা রোহিঙ্গা বলে যে ধরনের হুজুক তুলে বিভিন্ন রাজনৈতিক দল জনমানসে ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তার বিরোধিতা করেছে সিপিআই(এম)। বৈধ কোন ভোটারকে বাদ দিয়ে এসআইআর’র কাজ সম্পন্ন করা যাবে না। 
সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিত্র জানান, ২০২৩ সাল থেকে বারংবার ভোটার লিস্টে থাকা মৃত ও স্থানান্তরিত নাম বাদ দেওয়ার জন্য সিপিআই(এম)’র তরফে জেলা নির্বাচনী দপ্তরে বার বার দাবি জানিয়ে আসা হয়েছে। ফের তা স্পষ্ট হয়েছে। যাঁদের শুনানিতে ডাক পড়েছে তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। সিপিআই(এম) পার্টিকর্মীরা সর্বতভাবে বৈধ ভোটারদের পাশে থেকে তাদের সহযোগিতা করবে।

Comments :0

Login to leave a comment