RAJASTHAN TRACTOR MURDER

রাজস্থানে এক ভাইকে পিষে দিল আরেক ভাইয়ের ট্রাক্টর

জাতীয়

জমি নিয়ে দুই পরিবারের সংঘাত মারাত্মক চেহারা নিল রাজস্থানের ভরতপুরে। একখণ্ড জমি নিয়ে দীর্ঘদিন বিবাদ চলছিল দুই ভাইয়ের মধ্যে। বুধবার এক ভাইয়ের ট্রাক্টর পিষে দিয়েছে আরেক ভাইকে।

স্থানীয়দের অভিযোগ, এক ভাই দামোদর সিং ট্রাক্টর চালিয়ে পিষে দিয়েছে আরেক ভাই নিরপতকে। ভয়ঙ্কর অভিজ্ঞতা জানিয়ে স্থানীয়রা বলেছেন, মাটিতে পড়ে থাকা নিরপতের মৃত্যু নিশ্চিত করতে অন্তত আটবার তার ওপর ট্রাক্টর চালিয়েছে দামোদর। 

প্রশাসন জানিয়েছে, ভরতপুরে বাহাদুর সিং এবং আতর সিংয়ের মধ্যে ওই জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। দুই ভাইয়ের পরিবারও একে অন্যের সঙ্গে দ্বন্দ্ব জড়িয়েছে বিভিন্ন সময়ে। বুধবার সকালে বাহাদুর সিংয়ের পরিবার যায় ওই জমিতে। অথর সিংয়ের পরিবার পৌঁছায় কিছু পরেই। অল্প সময়ের মধ্যেই শুরু হয়ে যায় মারামারি। দু’পক্ষই লাঠি নিয়ে তেড়ে যায়। শুরু হয় পাথর ছোঁড়াছুঁড়ি।

গ্রামবাসীরা সংবাদমাধ্যমে জানিয়েছেন যে গুলির আওয়াজও শোনা গিয়েছে। মারামারির মধ্যেই আতর সিংয়ের ছেলে নিরপত পড়ে যায়। অন্য পক্ষের ট্রাক্টরে ছিল সম্পর্কে তাঁর ভাই দামোদর। ট্রাক্টর বারবার পিষে দিতে থাকে নিরপতকে। মারামারিতে ১০ জন আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। চারজনকে আটক করেছে পুলিশ।  ঘটনা ঘিরে রাজ্যের সরকারে আসীন কংগ্রেসকে আক্রমণের নিশানা করেছে বিজেপি। 

Comments :0

Login to leave a comment