RAIGAD ACCIDENT

বাস দুর্ঘটনায় নিহত ১৩

জাতীয়

খাদে পড়ে থাকা বাস। ছবি টুইটার থেকে।

বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৩ যাত্রী। আহত অন্তত ২৯ জন।

শনিবার ভোরে মহারাষ্ট্রের রায়গড়ে যাত্রী বোঝাই বাস পড়ে যায় খাদে। ৪১ জন যাত্রী ছিলেন, তার মধ্যে ৫ শিশু। মুম্বাইয়ের থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা হয়েছে। স্থানীয়রাই প্রথমে ঝাঁপিয়ে পড়েন উদ্ধারে। পরে প্রশাসন আসে। 

নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। কয়েকজনের আঘাত গুরুতর।  

Comments :0

Login to leave a comment