‘‘মিস্টার রাজু, মুখ খোলাবেন না। না হলে ইডি সম্পর্কে কঠোর মন্তব্য করতে বাধ্য হব।’’
সরাসরি কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুকে এই ভাষাতেই কড়া ভর্ৎসনা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই।
কর্ণাটকের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার স্ত্রীয়ের বিরুদ্ধে দায়ের অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি ছিল সোমবার। সেই মামলার শুনানিতেই এমন কথা বলেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি ইডি-র উদ্দেশ্যে বলেন, ‘‘মহারাষ্ট্রে কিছু অভিজ্ঞতার সাক্ষী আমি নিজে। সারা দেশে এখন সেই অভিযান চালাবেন না। রাজনৈতিক লড়াই ভোটদাতাদের মধ্যে লড়তে দিন। আপনাদের রাজনৈতিক লড়াইয়ে ব্যবহার করা হচ্ছে কেন?’’
মাইসুরু নগর উন্নয়ন অথরিটির জমি অবৈধ কৌশলে বন্টন মামলায় সিদ্ধারামাইয়ার স্ত্রী বিএম পার্বতী এবং রাজ্যের মন্ত্রী বি সুরেশের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি। এর আগে কর্ণাটক হাইকোর্ট তাঁদের বিরুদ্ধে পাঠানো সমন বাতিল করে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানায় ইডি।
প্রধান বিচারপতির বেঞ্চ এদিন ইডি’র আবেদন খারিজ করে দিয়েছে।
ED Chief Justice
‘মুখ খোলাবেন না’, ইডি-র উদ্দেশ্যে প্রধান বিচারপতি

×
Comments :0