CPI(M) CANDIDATE ATTACKED

কর্নাটকে হামলা সিপিআই(এম)
প্রার্থীর ওপর, ঘেরাও থানা

জাতীয়

CPIM CANDIDATE ATTACKED

কর্নাটকের বাগেপল্লী কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থীর ওপর হামলা হয়েছে। সিপিআই(এম) হামলার তীব্র নিন্দা করে বলেছে, বিজেপি’র দুষ্কৃতীরা পার্টির প্রার্থী অনিল কুমারকে আক্রমণ করেছে। তাঁকে অপহরণও করতে চেয়েছিল। তবে সেই চেষ্টা রুখে দিয়েছেন পার্টিকর্মীরা। সোমবার সকালে প্রার্থীর আবাসস্থলের সামনে ধিক্কার সভা হয়েছে। যোগ দিয়েছেন পার্টিকর্মীরা।

চিক্কাবল্লপুরা জেলা সম্পাদক মুনিবেঙ্কটাপ্পা জানিয়েছেন, রবিবার রাতে অনিল কুমার যখন তাঁর আবাসে ফেরেন একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। এরা নিজেদের বিজেপি কর্মী পরিচয় দিয়ে জানায় যে বাড়ির একতলা তারা ভাড়া নিয়েছে। ঘরের ভেতর ঢুকে ধাক্কাধাক্কি শুরু করে এই বাহিনী। 

পার্টি নেতৃবৃন্দ বলেছেন, সিপিআই(এম) কর্মীরা অনিল কুমারের সঙ্গেই ছিলেন। তাঁরা বাধা দেন। পুলিশকে ফোনও করেন। ২০ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। এরা বেঙ্গালুরু থেখে এসেছিল। গ্রেপ্তারির সময় এরা কয়েকটি ব্যাগ ফেলে যায়। ব্যাগে ধারালো অস্ত্র ছিল। 

সোমবার সিপিআই(এম) বাগেপল্লী থানায় বিক্ষোভ দেখিয়েছে। ধৃতদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানিয়েছে। কেন হামলা করতে এসেছে, জিজ্ঞাসাবাদ করার দাবিও তুলেছে। 

বাগেপল্লীতে সিপিআই(এম) প্রার্থীর পক্ষে প্রচারে বহু মানুষ জড়ো হয়েছেন। সোমবারই কর্নাটকে প্রচার শেষ হচ্ছে। ১০ মে রাজ্যে ভোট। 

Comments :0

Login to leave a comment