পঞ্চায়েতে ভোট বাড়িয়েছে বামপন্থীরা। হিংসা সন্ত্রাস ভোট লুটে যদিও নির্বাচনী ফলাফল পালটে দেওয়া হয়েছে। ভোট মিটতেই মানুষের কাজে ঝাঁপিয়ে পড়েছেন বামপন্থীরা।
পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের ২৭ টি আসনের মধ্যে ৩ টিতে জয়যুক্ত হয়েছে সিপিআই(এম)। সিপিআই(এম) প্রার্থী হয়ে প্রচারেই গৌরী রায় শীল জানতে পারেন এলাকায় একজন মহিলা মিলন রায়ের বাড়ি ঝড়ে গিয়েছে। বাড়ির চাল উড়ে গেছে টিনের দেওয়াল ভেঙে পড়েছে। বসতভিটা বাসযোগ্য না থাকায় তিনি আইসিডিএস সেন্টারের বারান্দায় রাত কাটাচ্ছেন। মানুষের থেকে অর্থ সংগ্রহ করে আশপাশের বাসিন্দাদের সহযোগিতায় ঘর তৈরির সামগ্রী মিস্ত্রি সহ অন্যান্য লোকজন নিয়ে সকাল থেকে বাড়ি তৈরির কাজে হাত দেন পার্টি কর্মীরা।
সদ্য জয়যুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য গৌরী রায় শীলের পাশাপাশি সদর দক্ষিণ-পূর্ব এরিয়া কমিটির সম্পাদক সুবীর রায় সহ অন্যান্য পার্টি নেতৃবৃন্দ যোগ দেন কাজে। অসহায় মিলন রায় আক্ষেপের সুরে জানান তিনি মানুষের বাড়িতে কাজ করে কোনক্রমে সংসার চালান। তিনি ভাঙা টিনের ছাউনিতে বেড়ার ঘরে কোনক্রমে থাকতেন তিনি এর আগে বহুবার এলাকার তৃণমূলের পঞ্চায়েত কে বারবার বলেও ঘর পাননি নি। গত দুমাস আগে ঝড়ে তাঁর চালের টিন উড়ে যায়। ভেঙে পড়ে বেড়ার ঘর।
এলাকার সিপিআইএম প্রার্থী গৌরী রায় শীল বলেন, ‘‘আমরা সারা বছর মানুষের পাশে থাকি। ভোটে আমরা গোটা খড়িয়া গ্রাম পঞ্চায়েতে জয়যুক্ত হতে পারিনি ঠিকই। ৩ টি আসনে জয়যুক্ত হয়েছি কিন্তু আমরা এলাকার মানুষের কাজের প্রতি দায়বদ্ধ।’’
এরিয়া কমিটির সম্পাদক সুবীর রায় জানান, ‘‘শুধু এই মহিলার বাড়ি নয় এলাকায় বেশ কয়েকটি বাড়ি ঝড়ে বিধ্বস্ত হয়েছে। আমরা চাঁদা তুলে সেই মানুষগুলোর বাড়ি নির্মাণ করে দেব আগামী কয়েক দিনের মধ্যেই। এর আগে তিস্তা চর এলাকার এক বৃদ্ধা মহিলার বাড়িতে আমরা বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া হয়েছে।’’
Comments :0