মার্কিন যুক্তরাষ্ট্রে কিউবার দূতাবাসে হামলার কড়া নিন্দা করল সিপিআই(এম)। অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পলিট ব্যুরো।
মঙ্গলবার পলিট ব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, ২০২০ সালের এপ্রিলের পর এটি কিউবার দূতাবাসের উপর দ্বিতীয় হামলা। সমাজতান্ত্রিক কিউবার প্রতি মার্কিন প্রশাসনের শত্রুতার মনোভাবের জন্যই আগের হামলার তিন বছর পরও অপরাধীদের কোন সাজা হয়নি।
পলিট ব্যুরোর দাবি, মার্কিন প্রশাসনকে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভিয়েনা কনভেনশনের শর্তাবলী কঠোরভাবে মেনে চলতে হবে। তাকে বাস্তবায়িত করতে হবে। পলিট ব্যুরোর দাবি, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
গত ২৪ সেপ্টেম্বর রাতে মার্কিন যুক্তরাষ্ট্রে কিউবার দূতাবাস চত্বরে সন্ত্রাসবাদী হামলা হয়। দূতাবাস কর্মীদের কোনও ক্ষতি না হলেও দূতাবাসের সম্পত্তির ক্ষতি হয়েছে।
ওই দিন ওয়াশিংটনে কিউবার দূতাবাস লক্ষ্য করে দু’টি মলোটোভ ককটেল ছোঁড়া হয়। কিউবার বিদেশমন্ত্রী ব্রুনো রডরিগেড প্যারিলা জানিয়েছেন, ঘটনার পরই দ্রুত মার্কিন প্রশাসনকে বিষয়টি জানানো হয়। নাশকতা চালানো হয়েছে কিউবার দূতাবাসকে লক্ষ্য করে।
দূতাবাস এলাকায় সুরক্ষা ব্যবস্থা কড়া রাখা হয়। ওয়াশিংটনে দূতাবাস ভবনে সুরক্ষা বেড়াজাল ডিঙিয়ে কিভাবে এই হামলা হয়েছে তা নিয়ে প্রশ্ন যথেষ্ট। হামলা চালিয়ে দুষ্কৃতী বেরিয়ে চলে যেতে পারল কিভাবে, সেই প্রশ্নের স্পষ্ট জবাব আমেরিকা দিতে পারেনি।
Comments :0