ব্যাপক অপশাসন এবং দুর্নীতির কারণে বিজেপি পরাজিত হয়েছে কর্ণাটকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জনতা আগ্রাসী সাম্প্রদায়িক প্রচারকেও খারিজ করেছেন। বিধানসভা নির্বাচনের ফলাফলে তাও স্পষ্ট হয়েছে।
কর্ণাটক বিধানসভার ফলফলে এই প্রতিক্রিয়া জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো। বিজেপির বিরুদ্ধে জোরালো রায় দেওয়ার জন্য কর্ণাটকের মানুষকে অভিনন্দন জানিয়েছে পলিট বুরো।
শনিবার বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে, কর্ণাটকের মানুষ বিধানসভা নির্বাচনে বিজেপিকে সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। বিজেপি সরকারের চূড়ান্ত অপশাসন এবং দুর্নীতির জন্যই এই হার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আগ্রাসী সাম্প্রদায়িক প্রচার চালিয়েছে বিজেপি। জনতা সেই প্রচারও প্রত্যাখ্যান করেছে।
পলিট ব্যুরো বলেছে, তীব্র প্রতিষ্ঠান বিরোধিতায় লাভবান হয়েছে কংগ্রেস। বড় মাত্রায় গরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে বিধানসভা নির্বাচনে।
Comments :0