পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে এ বছর নয় শতাধিক বুথে লাল ঝান্ডা তুলে স্কোয়াড মিছিল সহ পথ সভা হলো।
জেলায় ২৭০০ বুথে,সিপিআই(এম)'র সব স্তরের দপ্তর, সিআইটিইউ দপ্তর- সেজে উঠছে লাল ঝান্ডার পতাকা সহ রঙিন আলোয়।
খড়্গপুর শহর প্রেম বাজার মে দিবসের বার্তায় শ্রমজীবী মানুষের মিছিল হয়েছে। শ্রমকোড বাতিলের দাবি উঠেছে। পুঁজিবাদী শোষণ এবং দুর্বৃত্তায়নে অনুঘটক বিজেপি ও তৃণমূলের শ্রমিক মারা পদক্ষেপের বিরুদ্ধে উঠেছে স্লোগান।
মিছিলে মিছিলে আওয়াজ উঠেছে, এই সময় শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ হওয়ার সময়। সংগ্রামের মাধ্যমে বিভাজনের রাজনীতি রুখে দিয়ে রুটি রুজির লড়াই কে তীব্র করার আহ্বান জানিয়েছে মিছিল।
Comments :0