দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী বার্লার পুলিশ পাইলট কার। ঘটনায় আহত তিনি পুলিশ কর্মী। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাট এলাকার ৪৮ নম্বর জাতীয় সড়কের উপর। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের পাইলট ভ্যানটি বেপরোয়া গতিতে ওভারটেক করে এসে ভুল পথে লরির মুখোমুখি ধাক্কা মারে। উলটো দিক থেকে লরির পেছনে অন্য একটি ট্রেলার ধাক্কা মারে। তাতেই দুমরে মুচরে যায় পুলিশ কর্মীদের গাড়িটি। আহত হয় গাড়িতে থাকা তিন পুলিশ কর্মী। দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মী এবং ট্রাফিক পুলিশের কর্মীরা। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতদের মধ্যে এস আই পরিতোষ বর্মন এবং বিত্ত বিশ্বকর্মার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থান্তরিত করা হয়।
জানা গেছে, জলপাইগুড়ি থেকে পুলিশ পাইলট ভ্যানটি কেন্দ্রীয় মন্ত্রী বার্লারকে নিয়ে আলিপুর যাবার কথা ছিলো।
John Barla Pilot Car
দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রীর পাইলট কার

×
Comments :0