Abhishek Banerjee

‘ভাইপো’র কনভয় দেখেই ‘চোর চোর’ রব শালবনিতে বিক্ষোভের ইট পড়ল গাড়িতে

রাজ্য

গজাশিমূলের রাবণপাড়ার মাঠ ‘‘শহর হয়ে গেছে’’। জানালেন চূড়ামণি মাহাতো। কিন্তু এই প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতার এলাকাতেই অভিষেক ব্যানার্জি সহ রাজ্যের মন্ত্রী, তৃণমূলের বিধায়কদের গাড়ি ঘিরে ‘চোর’, ‘চোর’ চিৎকার করলেন আন্দোলনকারী কুড়মিরা। 
চূড়ামণি তৃণমূলের নেতা। তাঁর বাড়ি ঝাড়গ্রাম শহর লাগোয়া শালবনি পঞ্চায়েতে। সেই শালবনিরই গড় শালবনিতে শুক্রবার অভিষেক ব্যানার্জি, মানস ভুইঞা, বীরবাহা হাঁসদা, খগেন মাহাতোদের ঘেরাও করেছিলেন কুড়মিরা। ছিলেন চূড়ামণিও। তিনি এদিন রাতে জানালেন, ‘‘ঘিরে ছিল শালবনিতে। আরও কিছু জায়গায় ঘিরতে চেয়েছিলেন। আমিই তো বার করে আনলাম। আমি প্রথমে মানস ভুইঞাকে বার করে আনলাম। সেই পথে অভিষেকও চলে এল।’’ 
গড় শালবনিতে অভিষেকের কনভয় ঢোকা মাত্র ‘চোর’, ‘চোর’ ধ্বনি ওঠে। প্রশাসন কোনও কিছু বোঝার আগেই দলে দলে মহিলা, পুরুষ, যুবকরা ছুটে আসেন কনভয়ের দিকে। এই সময় পুলিশ রাস্তা ঘিরে অভিষেকের গাড়িটিকে কোনোক্রমে এলাকা থেকে দ্রুত সরিয়ে নিয়ে যায়। জনতার ভিড়ে আটকে যায় তৃণমূল নেতা-মন্ত্রী-বিধায়কদের গাড়ি। পুলিশ শুধু ভাইপো-নেতাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ায় বাকিরা জনরোষ থেকে বাঁচতে গাড়ি ছেড়ে লুকিয়ে পড়ার চেষ্টা চালান।  ইটবৃষ্টিতে মন্ত্রী বীরবাহা হাঁসদা সহ একাধিক নেতার গাড়ি ভাঙচুর হয়। মুখ্যমন্ত্রীর সাধের ‘ব’ লোগো ভেঙে ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। এই ঘটনায় মন্ত্রী বীরবাহা হাঁসদা, বিধায়ক খগেন মাহাতোরা কুড়মি সমাজকে ‘দেখে নেওয়ার’ হুঁশিয়ারি দেন ।
গোপীবল্লভপুরের বিধায়ক খগেন মাহাতো বলেন, ‘‘আজ ওরা করেছে, কাল আমরা ঝাড়গ্রাম জেলায় দেখে নেব।’’ বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ‘‘আমাদের রাজনৈতিক কর্মসূচি ‘নবজোয়ার’ চলছে। ওদের ক্ষমতা কি করে হয় পাথর ছোঁড়ার?’’
শুক্রবার ঝাড়গ্রামে তৃণমূলের ভোট। রাতে চলছে। ভোট হচ্ছে গজাশিমূলেই। সেখানেই রাবণপাড়ার মাঠে তাঁবু পড়েছে ভাইপো-নেতার। চূড়ামণির কথায়, ‘‘মেলা ব্যবস্থা। সবই আছে। রাবণপাড়ার মাঠ শহর হয়ে গেছে।’’
গত বারো বছরে যে এলাকায় একশো দিনের কাজ নেই, পানীয় জলের অভাব, দেদার চুরি তৃণমূলের, যেখানে নারী-কিশোরী পাচার রীতিমত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেখানে এক যুবরাজের আবির্ভাব উপলক্ষে নাকি ‘শহর’ নেমে এসেছে! চূড়ামণির গলায় অন্তত তেমনই অহঙ্কার!
এদিন বেলপাহাড়ি, বিনপুর, শিলদা, ঝাড়গ্রাম শহর হয়ে লোধাশুলির কাছে গজাশিমূলে পৌঁছেছেন অভিষেক ব্যানার্জি। পথে কুড়মিরা তাঁর কনভয় আটকানোর চেষ্টা করেন শিলদার কাছে নারায়ণপুরে। কিন্তু হাজার দেড়েক কুড়মিকে পুলিশ কোনক্রমে সরিয়ে দেয়। দ্রুতবেগে কনভয় সেই এলাকা পার করে দেয় অভিষেককে। লোধাশুলি জাতীয় সড়কের উপর। সেখানেও গোপীবল্লভপুর, নয়াগ্রাম, সাঁকরাইলের কুড়মিরা এসেছিলেন। লক্ষ্য ছিল অভিষেকের গাড়ি আটকানো। কিন্তু ওই পর্যন্ত যাননি অভিষেক। তৃণমূল নেতারা তাঁকে শালবনি থেকে দক্ষিণ পথে সরাসরি গজাশিমূলে নিয়ে আসেন। 
শনিবার ঝাড়গ্রাম জেলার সীমানায় পশ্চিম মেদিনীপুরের শালবনিতে, হাসপাতালের অদূরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। থাকবেন অভিষেকও।
 

Comments :0

Login to leave a comment