CONGRESS WORKING COMMITTEE

কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে দাশমুন্সি, পাইলটও

জাতীয়

কংগ্রেসের তফসিলি জাতি, আদিবাসী, সংখ্যালঘু সেলের জাতীয় কোঅর্ডিনেটরদের সঙ্গে বৈঠকে খাড়গে।

দলের শীর্ষ সাংগঠনিক স্তর ওয়ার্কিং কমিটিতে রদবদল করল কংগ্রেস। নিয়ে আসা হলো রাজস্থানের নেতা শচীন পাইলটকে। জায়গা পেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন সাংসদ দীপা দাসমুন্সিও। সাংগঠনিক অব্যবস্থা নিয়ে একযোগে প্রশ্ন তুলেছিলেন যে ২৩ নেতা, তাঁদের দু’জন, শশী থারুর এবং আনন্দ শর্মাও রয়েছেন ওয়ার্কিং কমিটিতে। 

রবিবার এই রদবদলে নিঃসন্দেহে রাজস্থান গুরুত্ব পেয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। ডিসেম্বরেই ভোট হওয়ার কথা রাজস্থানে। কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের প্রকাশ্য সমালোচক শচীন পাইলট। এর আগে দল ছেড়ে বেরিয়ে যাওয়ার উপক্রমও করেছিলেন। কংগ্রেসে থাকলেও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন সময়েই। 

শচীনকে ওয়ার্কিং কমিটিতে রেখেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে ওয়ার্কিং কমিটিতে কম বয়সী নেতাদের তুলে আনার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন রয়েছে। সংগঠনের দায়িত্বে থাকা জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল চেয়েছিলেন পদাধিকারীদের অর্ধেকের বয়স ৫০-র নিচে হওয়া দরকার। নতুন ওয়ার্কিং কমিটিতে শচীন পাইলট ছাড়া পঞ্চাশের নিচে কেবল গৌরব গগৈ এবং কে প্যাটেল। 

চলতি বছরে একাধিক রাজ্যে ভোট। রাজস্থান ছাড়াও কংগ্রেসের কাছে গুরুত্বের মধ্য প্রদেশ এবং রাজস্থান। ছত্তিশগড়ে সরকার কংগ্রেসের। মধ্য প্রদেশে পাঁচ বছর আগের ভোটে গরিষ্ঠতা ছিল কংগ্রেসেরই। তবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে কংগ্রেস ভেঙে একাংশ বিজেপি-তে যোগ দেয়। কেন্দ্রীয় মন্ত্রী হন জ্যোতিরাদিত্য। মধ্য প্রদেশে সরকার পড়ে যায় কংগ্রেসের। পিছনের দরজা দিয়ে ফের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। 

রাজ্যে রাজ্যে ভোটের প্রস্তুতি কিছুদিন আগে থেকে শুরু করেছে কংগ্রেস। রাজ্য স্তরের নেতাদের ডেকে বিশেষ বৈঠকে আলাদা করে বসছেন খাড়গে। বেণুগোপালের মতো নেতারাও থাকছেন সঙ্গে। রাজ্যেতর দায়িত্বপ্রাপ্ত জাতীয় কংগ্রেসের নেতারাও মতবিনিময় করছেন। রাজ্য স্তরে প্রস্তুতি শুরু করেছে বিজেপি-ও। 

রবিবার খাড়গের ঘোষণায় অনেকেরই নজর টেনেছে দীপা দাশমুন্সির নাম থাকায়। অতীতে সাংসদ ছিলেন তিনি। রাজ্য রাজনীতিতেও সক্রিয় ছিলেন। কিন্তু বেশ কয়েক বছর দলের প্রকাশ্য কোনও কর্মসূচিতে তাঁকে দেখা যায়নি। দলের প্রয়াত নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী’র নাম শীর্ষ সাংগঠনিক কমিটিতে রেখেছেন খাড়গে। সংশ্লিষ্ট সব অংশ নিশ্চিত, পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাংগঠনিক প্রস্তুতিতে তার প্রভাব থাকবে। ওয়ার্কিং কমিটিতে আগে থেকেই রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

জানা গিয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তর প্রদেশের দায়িত্ব থেকে সরিয়ে মধ্য প্রদেশে নিয়ে আসবে কংগ্রেস। মধ্য প্রদেশে যেতে শুরু করেছেন প্রিয়াঙ্কা। একাধিক জনসভাও করেছেন। 

দলের প্রবীণ নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, পি চিদাম্বরম, জয়রাম রমেশ, প্রবীণ নেতা একে অ্যান্টনি, মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং, পাঞ্জাবে কিছুদিনের জন্য মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমারও রয়েছেন ৩৯ জনের কমিটিতে। এর বাইরে ১৮ জন স্থায়ী আমন্ত্রিত এবং ৫ জন বিভিন্ন বিষয়ের দায়িত্বপ্রাপ্ত করেছেন খাড়গে।

Comments :0

Login to leave a comment